এম হিরন প্রধান : রাজধানীর বনানী মডেল স্কুলে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত-২০২৩। সোমবার (১৩ মার্চ-২০২৩) স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সংসদ সদস্য শারমিন জাহান শিলা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহাখালী মডেল হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি, মজিবর রহমান। বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ডিলন, দৈনিক গণমানুষের আওয়াজ এর সম্পাদক মো. আইনুল হক, মহাখালী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক, মো: ফিরুজ্জামান, মো: মনির চৌধুরী, মো: বাদল, সাইফুল ইসলাম মাষ্টার প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বনানী মডেল স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা উত্তর আওয়ামী লীগ নেতা, মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বনানী মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
মাননীয় সংসদ সদস্য শারমিন জাহান শিলা এমপি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। বক্তাগন আরো বলেন, আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় প্রভৃতি।
সবশেষে স্কুলের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুষকার বিতরণ করা হয়।
আরও পড়ুন
এবার কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট করে আলোচনায় কলেজছাত্র
বগুড়ায় ছুরিকাঘাতে দুই যুবক হাসপাতালে
বগুড়ায় এক যুবককে ছুরিকাহত : কিশোর আটক