আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তে প্রথম স্থান অর্জন করেছেন তাহমিদ ইসলাম মাহিন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় পৌর এলাকার বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।
তাহমিদ মাহিন উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের নাহিদুল ইসলাম রাজুর ছেলে। সে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা বলেন, ‘তাহমিদ ইসলাম মাহিনের এ সাফল্য অর্জনে আমিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক মুগ্ধ হয়েছে। আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি।’
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
পীরগঞ্জে সরকরি জমি দখলের পায়তারা, ৫৮ জনের নামে মামলা
দাগনভূঞায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু