হোম » সারাদেশ » জামালপুরে শ্রীলতাহানির অভিযোগে মানববন্ধন 

জামালপুরে শ্রীলতাহানির অভিযোগে মানববন্ধন 

রবিউল হাসান লায়ন: জামালপুর শহরের চামড়া গোদাম মোড় এলাকায় সবুজ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও জামালপুর  সদর উপজেলার আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজের বিরুদ্ধে তার প্রতিষ্ঠানের হিন্দু( সনাতন) ধর্মাবলম্বী শিক্ষিকা প্রিতাকা বণিককে শ্রীলতাহানির অভিযোগে মানববন্ধন হয়েছে।
গতকাল শনিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন এর আয়োজন করেন ভুক্তভোগীর পরিবার ও  জামালপুরবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু সনাতন ধর্মাবলম্বী  শিক্ষকার স্বামী জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ  দাস সুমন,জামালপুর জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান এর সাধারণ সম্পাদক রমেন বণিক,জেলা আওয়ামী যুবলীগের সদস্য তন্ময় বসাক,ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরমান,বিশিষ্ট ব্যবসায়ী পাপ্পু সরকার প্রমুখ।
উলেখ্য বিগত ৬ অক্টোবর ২০২১ সালে বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটে ওই শিক্ষিকা তার প্রতিষ্ঠানের ক্লাস  শেষে বের হওয়ার সময় সবুজ একাডেমির পরিচালক  ছানোয়ার হোসেন সবুজ ওই শিক্ষিকা শ্রীলতাহানি করে।পরে ওই শিক্ষিকা জামালপুর কোর্টে ১৩ অক্টোবর ২০২১ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে  যার মামলা নং ৩০৭/২১। বর্তমানে মামলা টি জামালপুর পিবিআই এ তদান্তধীন করে কোর্ট চার্শীট প্রদান করেন ।
বক্তরা অভিযুক্ত ছানোয়ার হোসেন সবুজের শাস্তির  দাবিসহ দলীয় পদ থেকে অব্যাহতি  চান।
error: Content is protected !!