আওয়াজ অনলাইন: মাহবুবুর রহমান পরিচালিত ‘ভাগ্য’ ছবিতে অভিনয় করেছেন নায়ক মুন্না ও চিত্রনায়িকা নিপুণ। এর আগে মুন্না ‘ধূসর কুয়াশা’ নামে একটি ছবি করেন, সেখানেও নায়িকা ছিলেন নিপুণ। উত্তম আকাশের পরিচালনায় ওই ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। এটি তাদের জুটির দ্বিতীয় ছবি। এছাড়া মুন্না অভিনীত ও দ্বিতীয় ছবি । ছবিটি আসছে ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন মুন্না।
মুন্না বলেন, ভালোভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। তাছাড়া নিপুণের সাথে আগে কাজ করার কারনে রসায়নটা ভালো হয়েছে। আসছে ৩ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবির গল্প মৌলিক। আশা করছি, সব শ্রেণির দর্শকদের পছন্দের ছবি হবে এটি।
এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ , দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।
আরও পড়ুন
লালমনিরহাটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
চুয়াডাঙ্গার দর্শনায় ৪টি স্বর্ণের বারসহ আটক ১