হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের বাতিয়া গ্রামের আলম সরকারের ছেলে ওমর ফারুক (২২), ও একই গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে মো. তুহিন (১৯)।
আজ শনিবার (৭ জানুয়ারী) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের (ওসি) মোঃ রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের খার সাতবাড়িয়া গ্রামের তারা মিয়ার বাড়ীর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা র্দীঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসায় পরিচালনা করে আসছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, গতকাল শুক্রবার রাতে সিরাজগঞ্জ পৌর শহরের সয়াধানগড়া গুলগুলামোড়ে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ শাহাদৎ (৩২) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ শাহাদৎ সয়াধানগড়া গুলগুলামোড়ে আব্দুল ছাত্তারের ছেলে। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
লালমনিরহাটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
চুয়াডাঙ্গার দর্শনায় ৪টি স্বর্ণের বারসহ আটক ১