নিহত কানাই হালদার জেলার রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের রামপ্রসাদ হালদারের ছেলে। আহতরা হলো, একই গ্রামের বিজয় হালদারের ছেলে রামপ্রসাদ হালদার (৪০), মনেশ্বর হালদারের ছেলে পরি হালদার (৪৫)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, আহতদের স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রামপ্রসাদ হালদার ও পরি হালদারের অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় তাদেরকে বগুড়া রেফার্ড করা হয়েছে। সিসি ক্যামেরা দেখে বাসটি সনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
অপরদিকে, গতকাল শুক্রবার রাতে জেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেক পোস্টের পূর্ব পাশে অজ্ঞাতনামার এক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ হামিদুল ইসলাম (৩০) নিহত হয়েছে। এসময় অপর আরোহী মোঃ আজাহার আলী (২৮) নামে একজন আহত হয়েছে। নিহত মোঃ হামিদুল ইসলাম গাইবান্ধা জেলার বাসিন্দা।
আহত আজাহার আলী বলেন, মুলি বাড়ি হতে যমুনা সেতুর পূর্বপাড় যাওয়ার পথে অজ্ঞাতনামা ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে হামিদুল ইসলাম নিহত হয়। তিনি আরো বলেন, আমরা দুইজন রেলওয়ে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি।
আরও পড়ুন
লালমনিরহাটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
চুয়াডাঙ্গার দর্শনায় ৪টি স্বর্ণের বারসহ আটক ১