হোম » সারাদেশ » আজ বিকালে ২১তম অধিবেশন শুরু

আজ বিকালে ২১তম অধিবেশন শুরু

আওয়াজ অনলাইন: আজ বিকালে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১ তম অধিবেশন বসবে। একাদশ জাতীয় সংসদের এ অধিবেশন বিকাল ৪টায় শুরু হবে। এ বছরের প্রথম অধিবেশন হবে এটি।

জানা যায়, কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে অধিবেশনের পূর্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত থাকবেন।

সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে।

যেহেতু আজ বছরের প্রথম অধিবেশন হবে তাই রাষ্ট্রপতি এ বিষয়ে বক্তব্য রাখবেন। বাংলাদেশ সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তারপর আলোচনা শুরু হবে। সবশেষে ধন্যবাদ প্রস্তাব জাতীয় সংসদ কর্তৃক গ্রহণ করা হবে বলে জানা যায়।

সংবিধানের নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে অধিবেশন দিতে হয়। গত ৬ নভেম্বর জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়েছে।

আরও জানা যায়, গত অধিবেশনের ১০টি বিল এখনো পাশ হয়নি। জমা করে রাখা হয়েছে। আবার এবছরও ১৭টি বিল উত্থাপিত হওয়ার কথা রয়েছে এবং পাশ হবে সাত কিংবা আটটি।

error: Content is protected !!