হোম » সারাদেশ » পোরশা পলাশবাড়ী চাঁচাবাড়ি ফাজিল মাদ্রাসায়  বই বিতরণ উৎসব উদযাপন

পোরশা পলাশবাড়ী চাঁচাবাড়ি ফাজিল মাদ্রাসায়  বই বিতরণ উৎসব উদযাপন

ইসমাইল হোসেন : নতুন বছর নতুন বই শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলার সর্ববৃহৎ পলাশবাড়ী চাচাই বাড়ি ফাজিল (কামিল প্রস্তাবিত) মাদ্রাসায় ছাত্রদের মাঝে বই বিতরণ উৎসব উদযাপন করা হয়।

গতকাল রবিবার পহেলা জানুয়ারি ২০২৩ সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে সরকারি আদেশে নতুন বছরের নতুন বই ছাত্রদের হাতে তুলে দিতে এ বই উৎসব আয়োজন মাদ্রাসা কর্তৃপক্ষ। ছাত্র শিক্ষক অভিভাবক গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে উৎসব মুখর পরিবেশে ছাত্রদের হাতে নতুন বই তুলে দেন তাঁরা।

মানুষ গড়ার কারিগর অধ্যক্ষ মুফতি মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী। নতুন বছরের নতুন বই ছাত্রদের মাঝে তুলে দিয়ে ছাত্রদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা করার পরামর্শ দিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা যত্ন সহকারে ছাত্রদের পড়াশোনা করাবেন।

এখনকার ছাত্র-ছাত্রীরা বাড়িতে কোন পড়াশোনা করছেন না বিধায় আপনারা শিক্ষকেরা ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করে বুঝিয়ে দিবেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মাজেদ আলী এসব কথা বলেন।

অপরপক্ষে উপাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান সকল ছাত্রদের ছাত্রীদের প্রতি নতুন বছরের নতুন বই নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদানের পরামর্শ দেন সকল শিক্ষককে এবং ছাত্রদের প্রতিদিন শ্রেণিকক্ষে উপস্থিত হওয়ার বিশেষভাবে অনুরোধ জানান।

মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সহকারী অধ্যাপক, মোঃ বোরহান উদ্দিন সহকারী অধ্যাপক, নতুন বইয়ের গন্ধ বইয়ের প্রতিটি পাতায় গ্রহণ করার উপদেশ দিয়ে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। এছাড়াও আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য ও মোঃ আনোয়ার হোসেন শাহ।

বক্তব্য শেষে মাদ্রাসার সর্বকনিষ্ঠ ছাত্র মোহাম্মদ আবু হোসেনের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি মোহাম্মদ আলী।

উক্ত অনুষ্ঠানে সকল ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক কর্মচারীবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!