হোম » সারাদেশ » ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের  ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের  ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

রবিউল হাসান লায়ন : প্রায় ৮ বছর পর জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৮ নভেম্বর স্থানীয় জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে রবিবার দুপুরে ত্রি-বার্ষিক সম্মেলন স্থলে জামালপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।  সাংবাদিক সম্মেলনে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 সম্মেলনকে সফল করার লক্ষে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ৯টি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটি গুলোতে জেলার সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হয়েছে। সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে যেটি জামালপুর জেলার ইতিহাসে স্মরণকালের শ্রেষ্ঠ সম্মেলন। তিনি সম্মেলনকে সফল ও স্বার্থক করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।  তিনি আরও জানান, ২৮ নভেম্বর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্মসাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা, সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করবেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং সঞ্চালনায় থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।  সাংবাদিক সম্মেলনে সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।  সাংবাদিক সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
error: Content is protected !!