হোম » সারাদেশ » এনামুল হক মুন্সি সর্বোচ্চ ভোটে ঢাকা জেলা পরিষদ সদস্য নির্বাচিত

এনামুল হক মুন্সি সর্বোচ্চ ভোটে ঢাকা জেলা পরিষদ সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে একযোগে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোট গ্রহনের আনুষ্ঠানিকতায় সকাল ৯ টা থেকে একটানা বেলা ২টা পর্যন্ত ভোট প্রদান করেন ইলেকটোরাল কলেজ ভোটারগণ।

সোমবার (অক্টোবর) নির্বাচনে শুধুমাত্র জেলা পরিষদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে ঢাকা জেলার ৪নং ওয়ার্ডের সদস্য হিসাবে এনামুল হক মুন্সি অটো রিকসা মার্কায় সর্বোচ্চ ১২১ ভোট পেয়ে প্রাথমিকভাবে সদস্য নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাতি মার্কায় ৮২ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এদিকে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এনামুল হক মুন্সি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় ৪নং ওয়ার্ডের সকল ভোটার ও সমর্থকগণ সদ্য নির্বাচিত সদস্য এনামুল হক মুন্সিকে ফুলের মালা পরিয়ে আনন্দ মিছিলে শামিল হন। এসময় এনামুল মুন্সি সকল ভোটার ও সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারের সকল প্রকার উন্নয়নে তিনি যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবেন।

দেশের উন্নয়নে দুর্যোগে সংকটে সকলের পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করেন এনামুল হক মুন্সি।

error: Content is protected !!