হোম » সারাদেশ » লালমনিরহাটে বন্যার্তদের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে বন্যার্তদের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের তিস্তা নদীপাড়ের বন্যার্তদের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) দুপুর ১টা ৩০মিনিটে তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয় মাঠে স্বনির্ভর আদর্শ সমাজ কল্যাণ সংস্থা ও রোটারী ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে স্বনির্ভর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ এন্তাজুল হক তোকদার-এঁর সার্বিক ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা স্বপন, লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ রমজান আলী, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, লালমনিরহাট জেলা সমবায় অফিসার মোঃ ফরিদ উদ্দিন সরকার, রোটারী ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট মোঃ শামছুল আলম, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরকার টোটন।
বক্তব্য রাখেন স্বনির্ভর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার সহ-সম্পাদক মমিনুর রহমান, লালমনিরহাট সিভিল সার্জন (অবঃ) ডাঃ কাসেম আলী, গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মজনু, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল হক সরকার প্রমুখ। এ সময় স্বনির্ভর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও রোটারী ক্লাব অব লালমনিরহাটের রোটারীয়ানবৃন্দ এবং তিস্তাপাড়ের রোগীগণ উপস্থিত ছিলেন। সঞ্চালক খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) লিয়াকত আলী ভূঞাঁ।
error: Content is protected !!