হোম » সারাদেশ » পাবনায় ডিবি পুলিশের অভিযানে শীর্ষ মাদক সম্রাট শিমুল হোসেন বাপ্পিকে ৪ হাজার ৫শত  পিচ ইয়াবা সহ গ্রেফতার। 

পাবনায় ডিবি পুলিশের অভিযানে শীর্ষ মাদক সম্রাট শিমুল হোসেন বাপ্পিকে ৪ হাজার ৫শত  পিচ ইয়াবা সহ গ্রেফতার। 

রাউজ আলী: পাবনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি ডিবি মুহম্মদ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)মোঃ জিন্নাত সরকার, জেলা গোয়েন্দা শাখা, পাবনা এর নেতৃত্বে  এসআই(নিরস্ত্র)/সাগর কুমার সাহা, এসআই(নিরস্ত্র)/তানভীর রহমান, এসআই(নিরস্ত্র)/মোঃ মনারুল ইসলাম, এএসআই(নিরস্ত্র)/মোঃ শামীম সরকার সঙ্গীয় কনস্টবল/৯৪৩ মোঃ এনামুল হক, কনস্টবল/১১৩২ মোঃ আনোয়ার হোসেনদের সহায়তায় জেলা গোয়েন্দা শাখা, পাবনার একটি আভিযানিক দল অদ্য ইং ২২/০৯/২০২২ তারিখ রাত্রী-০২.০০ ঘটিকার সময় পাবনা জেলার সদর থানাধীন দোগাছি ইউপির ৬নং ওয়ার্ডস্থ রাজাপুর পল্লীবাজার সাকিনস্থ মোঃ মানিক মিয়া (৪৫), পিতা-মোঃ জহির মিয়া এর বসত বাড়ী সামনে হইতে ৪,৫০০(চার হাজার পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ পাবনা জেলার শীর্ষ মাদক সম্রাট মোঃ শিমুল হোসেন বাপ্পি(৩০), পিতা-মোঃ ইমদাদুল হক,সাং-কবিরপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১০(দশ)টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামী বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
error: Content is protected !!