হোম » সারাদেশ » ডিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ||গ্রেফতার-০১জন

ডিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ||গ্রেফতার-০১জন

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার  আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক-নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চুয়াডাঙ্গার অফিসার ইনচার্জ  মোঃ আলমগীর কবীর এর নেতৃত্বে এসআই মোঃ সোহেল রানা, এসআই মুহিদ হাসান, এসআই  মোহাম্মদ শিহাব উদ্দীন, এএসআই শ্রী রমেন কুমার সরকার, এএসআই/ মোঃ রজিবুল হক,
এএসআই মোঃ সাজদার রহমান, এএসআই আহসান কবীর সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে অগ্রণী ব্যাংকের সামনে চুয়াডাঙ্গা টু জীবননগর সড়কে চেকপোস্ট করাকালে অদ্য ১৯.০৯.২০২২  সকাল ০৮.৫৫ ঘটিকার সময় বেপরোয়া গতিতে কালো ও নীল রং মিশ্রিত ১৫০ সিসি একটি পালসার মোটরসাইকেল গতিরোধ করার চেস্টা করে। সিগনাল অমান্য করে মোটরসাইকেলে থাকা ব্যক্তি কৌশলে কোর্টমোড়ে অবস্থিত অগ্রণী ব্যাংকের বিপরীতে চুয়াডাঙ্গা টু জীবননগর হাইওয়ে রাস্তা হতে পলাশপাড়া সংযোগ রাস্তার দিকে দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় মোটরসাইকেল থামিয়ে আসামী ১। মোঃ আব্দুস সামাদ (৩০), পিতা-বাজুহার মন্ডল, সাং-শংকরদিয়া,
দক্ষিণপাড়া মসজিদের সামনে (গোসামী দূর্গাপুর ইউপি), থানা-ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর স্বীকারোক্তি মতে আসামির ব্যবহৃত মোটর সাইকেলের বাম পাশে ঝোলানো দুইটি ব্যাগের মধ্যে হতে ৯৮(আটানব্বই) বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল মূল্য অনুমান- ১,৯৬,০০০/- (এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা) উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
error: Content is protected !!