হোম » সারাদেশ » উল্লাপাড়ায় আউস’র উদ্যোগে শোক সভা ও সেলাই মেশিন বিতরণ

উল্লাপাড়ায় আউস’র উদ্যোগে শোক সভা ও সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমরা উল্লাপাড়ার সন্তান (আউস) এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে ১৫ আগস্টে নিহত শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া ফুডপার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ শামসুল আলম স্বপ্নন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী এস.এম আব্দুর রহমান (মুক্তা) সভাপতি আউস অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজুর রহমান বগুড়া অঞ্চলের সেটেল্ডমেন্ট কর্মকর্তা (উপ-সচিব) এবং উপদেষ্টা আউস,ডাঃ সুকুমার সূর রায়,শেখ এম এ মতিন প্রাণী সম্পদ কর্মকর্তা ঢাকা,অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার রেজাউল ইসলাম জুয়েল,রেজাউল কবির প্রধান শিক্ষক পার-সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডাঃ তৌফিকুল ইসলাম মিলন যুগ্ম-সম্পাদক আউস,আজমল হোসেন,গোলাম মোস্তফা সাবেক শিক্ষক উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়।

আলোচনা সভা শেষে আউস এর পক্ষ থেকে ৩ জন হতদরিদ্র মহিলা কে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। আমরা উল্লাপাড়ার সন্তান (আউস) অরাজনৈতিক সামাজিক সংগঠন। এর মাধ্যমে বিগত দিনে সংগঠনে সভাপতি প্রকৌশল এস,এম আব্দুর রহমান মুক্তা এর নির্দেশনায় উল্লাপাড়ার হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসা লেখাপড়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে আউস থেকে। এর ধারাবাহিকতায় আগামীতেও উল্লাপাড়ার মানুষের পাশে থেকে হতদরিদ্র এবং অবহেলিত মানুষকে সাবলম্বী হতে সব ধরণের সহায়তা করা হবে বলে। সেইসাথে কোন মেধাবী শিক্ষার্থী যেন টাকাপয়সার অভাবে লেখাপড়া থেকে বঞ্চিত না হয় এজন্য কাজ করবে (আউস) জানিয়েছেন সংগঠনের সভাপতি এস,এম আব্দুর রহমান মুক্তা।

error: Content is protected !!