হোম » সারাদেশ » উল্লাপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী 

উল্লাপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী 

রায়হান আলীঃ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উল্লাপাড়ায় বৃহস্পতিবার ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সমাপনী দিনে কর্মশালায় অংশগ্রহনকারী ৩০ জন প্রান্তিক পেশাজীবী প্রতিজনকে ২ হাজার ৫’শ টাকা করে সম্মানী  প্রদান করা হয়। অনুষ্ঠানে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মানী ভাতা প্রদান করেন। উপজেলা সমাজসেবা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালিবের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা প্রমুখ।
error: Content is protected !!