হোম » সারাদেশ » প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দাগনভূঞার শিশু মোনায়েম

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দাগনভূঞার শিশু মোনায়েম

দাগনভূঞা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দাগনভূঞার দুই হাত ছাড়া জন্মগ্রহণ করা শিশু আব্দুল্লাহ আল মোনায়েম।
মঙ্গলবার বিকালে দাগনভূঞা পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠানে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব গোলাম জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, মোনায়েমের মা বিবি কুলসুম, দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খাঁন, উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঁঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য; মোনায়েম দাগনভূঞা একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। তার ইচ্ছা শক্তি দিয়ে ক্লাসের মেধা তালিকায় স্থান করে নিয়েছে এবং পা দিয়ে ছবি এঁকে অর্জন করেছে একের পর এক পুরস্কার। সে পা দিয়ে ছবি এঁকে জেলা ও জাতীয় পর্যায়ে বহুবার বিজয়ী হয়েছে।
error: Content is protected !!