হোম » সারাদেশ » বেলটিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত 

বেলটিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত 

রবিউল হাসান লায়ন: জামালপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বেলটিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে   সম্পন্ন হয়েছে।  শুক্রবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের  তিনটি বুথে শান্তিপূর্ণভাবে  চলে ভোটগ্রহণ। বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ৮শ ২৫ জন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬শ ১৩ জন ভোটার।
এ নির্বাচনে ৪ জন পুরুষ সদস্য, ২ জন নারী সদস্য ও ২ জন পুরুষ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে কিসমত আরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং পুরুষ শিক্ষক প্রতিনিধি পদে মিন্টু মাষ্টার ও রমজান মাষ্টার নির্বাচিত হয়েছেন।  নির্বাচনে পুরুষ সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১ নং ব্যালটে চাঁন মিয়া, ২ নং ব্যালটে মোঃ আক্তার হোসেন, ৩ নং ব্যালটে আব্দুর রহিম খান, ৪ নং ব্যালটে মোঃ জিয়াউল হক, ৫ নং ব্যালটে মোঃ মোকাদ্দেছ হোসেন, ৬ নং ব্যালটে সোহরাব হোসেন (সরো), ৭ নং ব্যালটে মোঃ হারুন অর রশিদ, ৮ নং ব্যালটে মোবারক হোসেন, ৯ নং ব্যালটে মোঃ শাকিল লস্কর প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে চারজন নির্বাচিত হয়েছেন। ৩১৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন সোহরাব হোসেন (সরো), ২৬৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন চাঁন মিয়া, ১৯৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মোবারক হোসেন ও ১৯৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মোঃ মোকাদ্দেছ হোসেন।
সংরক্ষিত নারী সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১ নং ব্যালটে  জান্নাতুল ফেরদৌসী স্বপ্না, ২ নং ব্যালটে নাজমা খাতুন ও ৩ নং ব্যালটে মোছাঃ লিনা বেগম। এদের মধ্যে ২৭৪ ভোট পেয়ে মোছাঃ লিনা বেগম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শফিকুল হায়দার। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্টাফবৃন্দ। সারাদিন ভোটগ্রহণ শেষে ওইদিন রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এবং নির্বাচনের প্রিজাইডিং অফিসার প্রত্যেক বিজয়ী প্রার্থীর হাতে নির্বাচনের ফলাফল হস্তান্তর করেন।
error: Content is protected !!