হোম » সারাদেশ » মির্জাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

মির্জাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ‘নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ (২৩-২৯ জুলাই) উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য প্রদান করেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মোসলেম উদ্দিন খান। এতে উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম জোমাদ্দার,মির্জাগঞ্জ রিপোর্টার ইউনিটের সভাপতি মো.ফারুক খান,৭১ টেলিভিশনের প্রতিনিধি মো.কামরুজ্জামান বাঁধনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মোসলেম খান জানান,জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে ২৩ জুলাই হইতে ২৯ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে,সংবাদ সম্মেলন,মত বিনিময়,মাইকিং,ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‍্যালী,উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা,স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা/ প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান,গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন,প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়,অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা,উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরীক্ষা,সুফলভোগীদের প্রশিক্ষণ,বিভিন্ন উপকরণ বিতরণ,ইত্যাদি। সপ্তম দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শেষে উপস্থিত সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
error: Content is protected !!