হোম » সারাদেশ » বোরহানউদ্দনে নির্যাতনের শিকার সেই তানিশার পড়াশোনার দায়িত্ব নিলেন “জীবন মাহমুদ”

বোরহানউদ্দনে নির্যাতনের শিকার সেই তানিশার পড়াশোনার দায়িত্ব নিলেন “জীবন মাহমুদ”

জেএম.মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ বোরহানউদ্দিনে দাদির হাতে ৭ বছরের শিশু নির্যাতন শিরোনামে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশের পর নির্যাতনের শিকার তানিশার (৭) পড়াশোনার সকল দায়িত্ব নিয়েছেন বোরহানউদ্দিনের কৃতি সন্তান পুলিশের সদস্য জীবন মাহমুদ ৷ তানিশার মা সোনিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তিনি জানান, বিভিন্ন পত্রিকায় তানিশাকে নির্যাতনের খবর দেখে জীবন মাহমুদ নামে এক পুলিশ সদস্য মুঠোফোনে তাদের সাথে যোগাযোগ করেন এবং তানিশার পড়াশোনার খরচ ও দায়িত্ব নেয়ার কথা প্রস্তাব করেন ৷ তাতে তারা রাজি হন ৷
এদিকে জীবন মাহমুদ নামের ওই পুলিশ সদস্য বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে তানিশার নির্যাতনের ভিডিও নিউজ আমার দৃষ্টিগোচর হয় ৷ এক পর্যায়ে সিদ্ধান্ত নেই আমি এই মেয়েটির পড়াশোনার দায়িত্ব গ্রহণ করব ৷ পরে তার পরিবারের সাথে যোগাযোগ করলে তারা রাজি হন ৷ তিনি আরো জানান, তানিশাকে একটি আবাসিক মাদ্রাসায় ভর্তি করা হবে এবং তার পড়াশোনার সকল দায়-দায়িত্ব আমি গ্রহণ করব ৷
উল্লেখ্য, গত  বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় মোবাইল হারানোর অজুহাতে দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মাঝি বাড়ীতে তার দাদির হাতে নির্মম নির্যাতনের শিকার হয় সে ৷ এবং নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ পরে শনিবার (২৫ জুন) তার মা সোনিয়া বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করলে পুলিশ তার দাদি মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন ৷
error: Content is protected !!