মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ শনিবার (২৫শে জুন) বেলা ১২টায় মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রজেক্টরের মাধ্যমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার দেখানো হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম,নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
তোমাদের সফলতাই আমাদের প্রাপ্তি: কুবি উপাচার্য
বেগমগঞ্জে বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা,গ্রেফতার-৩
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সি-ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয় সভা অনুষ্ঠিত