হোম » সারাদেশ » গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু

গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু

টঙ্গী প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর যৌথ উদ্যোগে টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুপাশে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। শুক্রবার সকালে টঙ্গী বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কর্মী ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের নিয়ে এ কার্যক্রম শুরু হয়। গাসিক আঞ্চলিক নির্বাহী ও ভারপ্রাপ্ত প্রাধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ফিরোজ আল মামুন উপস্থিত হয়ে তিনিও সবাইকে পরিছন্নতা নিয়ে সচেতন করেন এবং পরিচ্ছন্ম নগরী গড়তে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান। আমরা যদি গাড়ি-বাড়ি পরিষ্কার রাখতে পারি তাহলে ব্যবসা ও প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখবো না কেন? নিজেদের ময়লা আবর্জনা ঝুড়িতে জমা রেখে বর্জ্যের গাড়িতে দিতে বলেন, মহাসড়ক কোন ভাবে নোংরা করা যাবে না। কার্যক্রম এ সিটি কর্পোরেশনের অন্যন্য কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন বিডি ক্লিনের ঢাকা বিভাগীয় সহ সমন্বয়ক ওমর ফারুক, সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, বিডি ক্লিনের গাজীপুরের উপ সমন্বয়ক রেদোয়ান হাসান আরিফ, তৌসিফ মামুন, মাহবুবুল ইসলাম শ্রাবন, নজরুল ইসলাম সিয়ামসহ প্রমুখ। এ কার্যক্রমে ২৫০ স্বেচ্ছাসেবী ও গাসিকের ২০০ পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন।

error: Content is protected !!