হোম » সারাদেশ » রত্নগর্ভা আম্বিয়া খাতুন এর দাফন সম্পন্ন

রত্নগর্ভা আম্বিয়া খাতুন এর দাফন সম্পন্ন

এস কে মিন্টু,মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চরখালী গ্রামের রত্নগর্ভা আম্বিয়া খাতুন এর দাফন সম্পন্ন হয়েছে। মরহুমার জানাজা নামাজ শুক্রবার (২৪ জুন) আসর বাদ চরখালী নিজ বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন,অধ্যাপক মাওলানা মো.মাছুম বিল্লাহ। জানাজা নামাজে অংশগ্রহণ করেন,বরিশাল বিভাগীয় কমিশনার মো.নাজমুল এহসান,বরিশাল রেঞ্জ ডিআইজি মো.আক্তারুজ্জামান,পটুয়াখালী জেলা প্রশাসক মো.কামাল হোসেন,জেলা পুলিশ সুপার মো.শহিদুল্লাহ পি.পি.এম,উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম জুয়েল,মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন তালুকদার,এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ও অন্যান্য অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মুসুল্লিগন। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রত্নগর্ভা মরহুমা আম্বিয়া খাতুন চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঁইয়া’র সহধর্মিণী ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.আবু জাফর,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.জাহাঙ্গীর আলম,হজ্জ মন্ত্রণালয়ের উপ-সচিব মো.শহিদুল আলম এর গর্ভধারিণী মাতা। তিনি গত ২২ জুন আনুমানিক সকাল সাড়ে ৯ টায় বার্ধক্যজনিত নানা কারণে ইন্তেকাল করেন,ইন্না-লিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি,৪ পুত্র,৪ কন্যা,নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
error: Content is protected !!