হোম » সারাদেশ » বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মোঃ হাবিবুর রহমান,রবিবা প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকায় আর্থিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ হতে সংগ্রহকৃত অর্থ  বন্যাকবলিত মানুষের কাছে পাঠিয়েছে তারা।   গত (২১, ২২ ও ২৩ জুন) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একদল স্বেচ্ছাসেবী মনোভাবী শিক্ষার্থী বন্যার্থদের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের এবং স্থানীয় জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) সংগ্রহকৃত ২০ হাজার টাকা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বন্যার্থদের সহায়তার জন্য পাঠানো হয়।
বন্যার্থদের পাশে দাঁড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজেদুল ইসলাম সজীব  বলেন, প্রথমবারের মত আমাদের বিশ্ববিদ্যালয় কোনো দুর্যোগের সহায়তার জন্য রাস্তায় নেমেছে। শিক্ষকদের অনুপ্রেরণা পেয়েছি প্রবলভাবে৷ সেই সাহসিকতায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুদান সংগ্রহ শেষে আমরা স্থানীয় দোকানগুলো থেকেও সহায়তা সংগ্রহ করেছি। দোকানকর্মীদের সহায়তায় তারা মুগ্ধ হয়েছেন বলে জানান। তিনি আরো বলেন, আমরা এখনপর্যন্ত ২০ হাজার টাকা সহায়তা দিতে পেরেছি৷ আমাদের এ অনুদান সংগ্রহ অব্যহত আছে।
error: Content is protected !!