হোম » সারাদেশ » পোরশায় নকল নবিশ ও দলিল লেখকদের  দিনব্যাপী প্রশিক্ষণ

পোরশায় নকল নবিশ ও দলিল লেখকদের  দিনব্যাপী প্রশিক্ষণ

এম আই হোসেন পোরশাঃ নওগাঁর পোরশায় স্থায়ী কর্মচারী, নকল নবিশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি এবং শুদ্ধাচার নৈতিকতা নিশ্চিতকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে অফিস চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্থায়ী কর্মচারী নকল নবিশ দলিল লেখকদের নৈতিকতাবোধ থেকে দেশের উন্নয়নে মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে। সাব-রেজিস্ট্রার খালেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা সাব রেজিস্ট্রার তিথি মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলা সাব রেজিস্ট্রার মাসুদ পারভেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী রফিজ উদ্দিন, দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নকল নবিশ সভাপতি আমির উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সকল কর্মচারী, নকল নবিশসহ দলিল লেখক সমিতির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

error: Content is protected !!