হোম » সারাদেশ » মির্জাগঞ্জে ঈদগাহ মাঠ ও সংলগ্নের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

মির্জাগঞ্জে ঈদগাহ মাঠ ও সংলগ্নের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

মো.রফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের করমজাবুনিয়া গ্রামের ঈদগাহ মাঠ ও সংলগ্নের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। মোসলেম আলী মাষ্টার এর ছেলে জহিরুল হক চুন্নু ও তার সাঙ্গপাঙ্গ নিয়ে ঈদগাহ মাঠের জমি জোরপূর্বক দখল করে। জমির জে.এল নং ৬২ মৌজা করমজাবুনিয়া। খতিয়ান নং ১৫,মোট ৫৬৭ ( পাঁচ একর সাতষট্টি) শতাংশ জমি যাহার দাগ নং ( ৩২,৩৩,৩৪,৩৫,৩৬ ও ৩৯) উক্ত সম্পত্তির মূল মালিক হলেন মাহমুদ হাওলাদার। এব্যাপারে মো.হুমায়ুন মৃধা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় ৭ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে মির্জাগঞ্জ থানার এসআই মো.আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। গত ২০ মে উভয় পক্ষ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সালিশ বৈঠক করেন। সালিশি ব্যবস্থা প্রত্যাখ্যান করে ঐ দিনই জহিরুল হক চুন্নু তার সঙ্গপাঙ্গ নিয়ে ঈদগাহ মাঠ ও সংলগ্নের জমি জোরপূর্বক দখল করে এবং জমিতে থাকা গাছ কেটে নিয়ে যায়। এসআই আবুল কামাল আজাদ বলেন,আমি ব্যাপারটি মিমাংসার জন্য চেষ্টা করতেছি। আশা করি খুব শীঘ্রই সমাধান হবে।
error: Content is protected !!