হোম » সারাদেশ » বগুড়ার ধুনটে আবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শংকর কুমার ঘোষ

বগুড়ার ধুনটে আবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শংকর কুমার ঘোষ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার আবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শংকর কুমার ঘোষ। জাতীয় শিক্ষা সপ্তাহ /২২ এ তিনি মাধ্যমিক স্কুল বিভাগে ধুনট উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। তিনি গত ১৯ই মে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন। তার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা,  বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়ায় ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা সহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে সম্মাননা প্রদান করেন।

শিক্ষক শংকর কুমার ঘোষ ইতোপূর্বে বিগত ২০১৮ সালে ধুনট উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে ছিলেন। তিনি ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রনালয়ের অধীন সেসিপ কর্তৃক ইআইএ ও টিসিজি ট্রেনিংয়ের ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি সিএ ট্রেনিংয়ের ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করে  আসছেন। তিনি বাংলাদেশ  রাজশাহী শিক্ষাবোর্ডের জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রধান পরীক্ষক ও পরীক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।

error: Content is protected !!