এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি দুই সন্তানের মা ছেলে সন্তানসহ নগদ টাকা, গহনা ও মূল্যবান কাপড়-চোপর নিয়ে পালানোর অভিযোগ পাওয়া গেছে। পরকিয়া প্রেমের টানে অন্যের হাত ধরে সে বাড়ী থেকে গভীর রাতে পালিয়েছে। গত বৃহস্পতিবার (১২ মে) থানায় এমন অভিযোগ করছেন বগুড়ায় সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা গ্রামের মো: সোহাগ ইসলাম।
অভিযোগে মো: সোহাগ ইসলাম বলেন, প্রায় ১৩ বছর পূর্বে বিয়ে করেছিলেন গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের মো: মতি রহমানের মেয়ে রিনা বেগমকে। রিনার গর্ভের দুটি সন্তানও রয়েছে। বিয়ের পর ৩ বছর ৮ মাস বিদেশ ছিলেন তিনি। ৪ মাস হলো বিদেশ থেকে বাড়ী আসেন সোহাগ ইসলাম।
গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ঘুম ভাংলে ওঠে দেখে স্ত্রী পাশে নেই। এ সময় সে ৫ বছরের ছেলে সন্তান মোরশালিন সহ নগদ প্রায় দেড় লাখ টাকা, স্বর্ণের গহনা, দুটি মোবাইল ফোন ও মূল্যবান কাপড়-চোপর নিয়ে পালিয়েছে। আমার স্ত্রীর ফোন নাম্বার সহ শশুরবাড়ীর সকল আত্মীয়-স্বজনের বাড়ীতে মোবাইল ফোনো খোঁজ-খবর নিয়েও কোন হদিস মিলেনি। স্ত্রী রিনা বেগম গভীর রাতে অন্য পুরুষের সাথে পালিয়েছে বলে ধারনা করছেন স্বামী সোহাগ ইসলাম।
অভিযোগে উল্লেখ করা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন উত্তর পাওয়া যায়নি। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, অভিযোগটি পাওয়া পর খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (স্কুল) শিখা রাণী
পরকিয়ার জের ধরে বন্ধুকে হত্যা
যশোরের শার্শার বাগআঁচড়ায় ভারতীয় রুপা ও মোটরসাইকেলসহ এক পাচারকারী আটক