রবিউল হাসান লায়ন: নির্বাচনী এলাকার একটি বাড়িতে সিলিং ফ্যানের নিচে বসে এক বৃদ্ধকে চিকিৎসার পরামর্শ দিচ্ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের এমপি ডা. মুরাদ হাসান। অকস্মাৎ ফ্যানের পাখা খুলে পড়লে তার কপাল ফেটে যায়।
পরে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার এসে ক্ষতস্থানে ৩টি সেলাই দেয়। তথ্য নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী (এপিএস) আবু জাহিম নাইম জানিয়েছেন, এখন তিনি সুস্থ আছেন এবং শংকামুক্ত। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনী এলাকায় দৌলতপুর গ্রামে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
আরও পড়ুন
উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (স্কুল) শিখা রাণী
পরকিয়ার জের ধরে বন্ধুকে হত্যা
যশোরের শার্শার বাগআঁচড়ায় ভারতীয় রুপা ও মোটরসাইকেলসহ এক পাচারকারী আটক