হোম » সারাদেশ » লালমনিরহাটে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে  আলোচনা সভা

লালমনিরহাটে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে  আলোচনা সভা

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট পৌরসভা অফিস চত্ত্বরে লালমনিরহাট পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোকলেছুর রহমান মুকুল, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কিসমত আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজিজুর রহমান তুহিন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোহেল রানা, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম এবং ১, ২, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মিসেস বিউটি রহমান, ৪, ৫, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা বেগম।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, নুরুল হক সরকার, হাফিজুর রহমান হাফিজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ মজিবর রহমান, লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রাশেদুল হাসান, বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী হেনা বেগম, লালমনিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা প্রমুখ।
এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট পৌরসভার সচিব মোঃ হাসানুজ্জামান বসুনীয়াসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক আজিজুল হক বাবু।
error: Content is protected !!