হোম » সারাদেশ » ধুনটে স্ত্রীকে তালাক দেয় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের  থানায় অভিযোগ

ধুনটে স্ত্রীকে তালাক দেয় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের  থানায় অভিযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট সদর ইউনিয়নের পাট ধুনট গ্রামে স্ত্রীকে তালাক দেয় মোকসেদ আলীর ছেলে রুবেল মিয়ার  বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে ১টি ১৬ হাত টিনের ঘরের ৩ সাইটের বেড়া ভাঙচুর করেন দুর্বত্তরা। এলাকার বাসিন্দা মোঃ জিন্না বলেন, স্ত্রীকে তালাক কেন্দ্র করে পাট ধুনট মধ্যে পাড়া গ্রামের মোঃ মোকছেদ আলীর ছেলে মোঃ রুবেল মিয়ার এর বাড়িতে গত (১৮ ডিসেম্বর) শনিবার সকাল ৭টার সময়  প্রতিবেশী তালাকপ্রাপ্ত স্ত্রী মোছাঃ রিনা খাতুন (২৯) তার বাবা মোঃ আলাল উদ্দিন, তার স্ত্রী মোছাঃ লাইলি খাতুন (৫২) ছেলে লাভলু  (৩০), লোকজন রিক্তা খাতুন, লাকি খাতুন, রিপন সহ অনেকেই দা-কুড়াল,ধারালো অস্ত্র, ক্যাটা ফালা,শাবল,লাঠিসোটা নিয়ে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে অনধিকার ভাবে প্রবেশ করে হামলা চালিয়ে ঘরের টিনের বেড়া আসবাবপত্র ভাঙচুর করেন।

ক্ষতিগ্রস্ত রুবেল মিয়া বলেন ও দিন সকালে আমি ও  আমার বাবা বাড়িতে না থাকায় সেই সুযোগে আমার তালাকপ্রাপ্ত স্ত্রীর লোকজন আমার বাড়িতে অনধিকার ভাবে তারা প্রবেশ করে আমার বাড়ি ভাঙচুর করেন ও আমার ঘরের ইস্টিলের বক্সের তালা ভেঙ্গে আমার দুই টি গরু বিক্রয় করা ৫০ হাজার টাকাসহ আমার ঘরে থাকা শোকেস,স্টিলের আল্লা,টেবিল ফ্যান, টেবিল, কাতা বালিশ সহ বিভিন্ন আসবাবপত্র তারা বের করে নিয়ে যান যাহার মূল্য আনুমানিক এক লক্ষ টাকার আরেকবার পত্র ক্ষতিসাধন করে। তখন আমার ভাই ভাবি ও বোন বাধা প্রদান করলে তাদেরকে  মারপিট করে ভয়-ভীতি প্রদান করে চলিয়া যায়।  গত ১৯ ডিসেম্বর ২০২১ইং তারিখে বিকালে ধুনট থানায় রিনা খাতুন সহ ৭ জনকে আসামী করে রুবেল মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ধুনট থানার এসআই মনিরুল মোর্শেদ জানান অভিযোগ পাওয়া গেছে অভিযোগটি সরেজমিনে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

error: Content is protected !!