হোম » সারাদেশ » নওগাঁয় নারীর বিরুদ্ধে সহিংসতা বিষায়ক র‍্যালী ও মানববন্ধন

নওগাঁয় নারীর বিরুদ্ধে সহিংসতা বিষায়ক র‍্যালী ও মানববন্ধন

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: “নারীর নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় নারীর বিরুদ্ধে সহিংসতা বিষায়ক র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবন থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে মিলিত হয়। র‌্যালী শেষে সিসিডিবি মান্দার সভাপতি মান্দা মহানগর কলেজের প্রভাষক ফেরদৌস সরদারের নেতৃত্বে এক সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,

সিসিডিবি মান্দার সহ-সভাপতি মান্দা মহানগর কলেজের প্রভাষক এ.এইচ.এম রুহুল কুদ্দুস, সিসিডিবির টেকনিক্যাল অফিসার একরামুল কবির প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, সিসিডিবি ক্রিয়েটিভ ইয়ুথ প্রজেক্ট দীর্ঘদিন ধরে নারী নির্যাতন, বাল্য বিবাহ, শিশু শ্রম, নারী অধিকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সিসিডিবির এই সমস্ত কাজ সমাজের মাঝে ব্যাপকভাবে সাঁড়া ফেলেছে। এসময় সিসিডিবির সকল কর্মচারী ও ৩০জন উপকারভোগী উপস্থিত ছিলেন।

error: Content is protected !!