হোম » সারাদেশ » রায়গঞ্জের ভ্রাম্যণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন একটি রাস্তা চান এলাকাবাসী

রায়গঞ্জের ভ্রাম্যণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন একটি রাস্তা চান এলাকাবাসী

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের  রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের  হাটপাঙ্গাসী নিজাঁমগাতী ব্রীজ থেকে ভ্রাম্যণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সোজা কোনো রাস্তা নেই। উক্ত স্কুলে যাবার জন্য মুক্তিযোদ্ধা মোড় হয়ে প্রায় দুই কিলো রাস্তা ঘুরে স্কুলে যেতে হয়। তারপরেও রাস্তাটির জায়গায় জায়গায় অত্যান্ত চিকন ও রাস্তাটি কাঁচা হওয়ায় চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পরেছে। এদিকে ব্রাম্যণবাড়িয়া গ্রামের মৃত আজিজুল মাস্টারের ছেলে মোঃ শাহাদৎ হোসেন লিটন বলেন, অন্তত কোমলমতি ছাত্র – ছাত্রীদের কথা বিবেচনা করে নিজাঁমগাতী ব্রীজ থেকে উক্ত স্কুল পর্যন্ত সোজা একটি রাস্তা খুবই দরকার।
অপরদিকে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মল্লিক বলেন, আমাদের এই এলাকা এখনো অবিহিলিত একটি এলাকা। রাস্তাটি পাকা না হওয়ায় অথবা অত্র স্কুলে যাবার জন্য সোজা কোনো রাস্তা না থাকায় চলাচলের চরম ভোগান্তির সিকার হতে হচ্ছে এ পথের  ছাত্র – ছাত্রী তথা জনসাধারণের। এমতাবস্হায় অত্রান্চলের শিখ্যার্থী তথা সর্বসাধারনের চলাচলের কস্টের কথা বিবেচনা করে মুক্তিযোদ্ধা মোড় থেকে ভ্রাম্যণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি পাকা করা সহ নিজাঁমগাতী ব্রীজ থেকে উক্ত স্কুল পর্যন্ত সোজা একটি নতুন রাস্তা নির্মাণ করার জন্য সংশ্লিস্ট কর্তৃপখ্যের নিকট জোড় দাবী জানিয়েছেন অত্র এলাকাবাসী।
error: Content is protected !!