হোম » সারাদেশ » রায়গঞ্জে কাচা মড়িচের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকেরা

রায়গঞ্জে কাচা মড়িচের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকেরা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঠে মাঠে কাচা মড়িচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। প্রস্তুতি নিচ্ছেন কাচা মড়িচ উঠানোর জন্য। আধুনিক পদ্ধতিতে উন্নত বীজ ও নতুন চাষ পদ্ধতিতে কৃষি কাজের সবকিছু বদলে দিয়েছে। অন্যদিকে কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় সুফল পাচ্ছেন উপজেলার কৃষকেরা। চলতি  মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঠে মাঠে এবার কাচা মড়িচের বাম্পার ফলনের আশা করছেন অধিকাংশ কৃষক। গতকাল শনিবার উপজেলার চান্দাইকোনা, নিমগাছী, সোনাখাড়া, ধূপিল, ভ্রম্যগাছা, ঘুরকা,  ধানগড়া, নলকা, পাঙ্গাসীসহ বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, বন্যার কারনে তেমন একটা সুবিধা করতে পারেননি কৃষক।
কাচা মড়িচের দাম আকাশ চুম্বি থাকা সত্তেও বন্যার কারনে উৎপাদন ছিল কয়েক বছরের চেয়ে অনেকটাই কম। ফলে দাম বেশি থাকা সত্তেও তেমন একটা লাভবান হতে পারেননি কৃষকেরা। তবে গত বছরের মতো এবারও দাম বেশি হওয়ায় এ বছর খতির পরিমাণটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন এ উপজেলার কৃষকেরা। এদিকে উপজেলার ব্রাম্যনবাড়িয়া গ্রামের মোঃ লিটন সেখ জানান, নিজেদের চাহিদা মিটিয়ে কাচামড়িচ উপজেলার বিভিন্ন হাট – বাজারে খুচরা ও পাইকারি হিসেবে বিক্রি করে থাকেন। তাছাড়া কাচা মড়িচের পাশাপাশি একই সাথে বেশ কিছু সবজিরও চাষাবাদ করছেন তিনি। তিনি আরও জানান,  আমি আমার জমিতে অন্যান্য সবজির পাশাপাশি গতবারের মতো এবারও কাচা মড়িচের চাষাবাদ করছি। বাজারের মূল্য ঠিক থাকলে আগামীতেও কাচা মড়িচ চাষে আগ্রহী হবেন আমার মতো উপজেলার অনেক কৃষক।
error: Content is protected !!