হোম » সারাদেশ » ওরা আর কখনো ফিরবে না ক্যাম্পাসে

ওরা আর কখনো ফিরবে না ক্যাম্পাসে

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। তবে চার প্রিয়মুখ আর কখনো ফিরবে না ক্যাম্পাসে। করোনাকালে দুই শিক্ষার্থী ও দুই কর্মচারী হারিয়েছে এ বিশ্ববিদ্যালয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন রায় সিধু পারিবারিক কারণে আত্মহত্যা করে। ২০ সেপ্টেম্বর’২০২০ নিজ বাসার এলাকায় মাছ মারা ট্যাবলেট খেয়ে দীর্ঘক্ষণ ধানক্ষেতে পরে ছিলেন সুমন। ধানক্ষেতে পরে থাকা অবস্থায় দেখে এলাকাবাসী কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় সুমনকে। এরপর অবস্থার আরও অবনতি হওয়ায় এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পর রাত আনুমানিক ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমনের বাসা দিনাজপুরের কাহারোল উপজেলার মোকন্দপুর গ্রামে।
হেপাটোবিলিয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী ফিরোজ মেহবুব ৬ অক্টোবর’২১ রংপুরের প্রাইম হাসপাতাল মৃত্যুবরন করেন। ফিরোজ মেহবুব রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়াড় কুটি পাতাইটাড়ী গ্রামে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে একই দিনে এক ঘন্টার ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু হয়। গত ২ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় মাস্টাররোলে কর্মরত গাড়িচালক মঞ্জুরুল ইসলাম (৫০) এবং নিরাপত্তাকর্মী আবু বক্কর (৫৬) মৃত্যুবরন করেন।
error: Content is protected !!