হোম » সারাদেশ » “সংবাদপত্র ও সাংবাদিকতার অজানা কথা” বইয়ের মোড়ক উন্মোচন 

“সংবাদপত্র ও সাংবাদিকতার অজানা কথা” বইয়ের মোড়ক উন্মোচন 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টিভির ভৈরব প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান ফারুক এর লেখা “সংবাদপত্র ও সাংবাদিকতার অজানা কথা” বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। ৮ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ উদ্বোধনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
এসময় ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম বাকি বিল্লাহ,  ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ভৈরব উপজেলা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম,ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন,নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ সায়দুর রহমান,
লওয়ে থানার ইনচার্জ ফেরদৌস আলম প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার লেখক ও সাংবাদিক আব্দুল লতিফ, যগান্তর পত্রিকার কিশোরগঞ্জের ব্যুরো চীফ এটিএন মিজান ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুদ্দিন লেলিন।
error: Content is protected !!