হোম » সারাদেশ » কালিহাতীতে প্রাণ ফিরে পেল শিক্ষা প্রতিষ্ঠান

কালিহাতীতে প্রাণ ফিরে পেল শিক্ষা প্রতিষ্ঠান

মো. মমিন হোসেন: সারাদেশের ন্যায় আজ টাঙ্গাইলের কালিহাতীতে সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে এতে প্রাণ ফিরে পেয়েছে প্রতিষ্ঠান গুলো।  রোববার (১২ সেপ্টেম্বর)  সকালে উপজেলার মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশ্ব মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে  স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত আসার দিকনির্দেশনা দিয়ে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিষ্কার সহ উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণের মধ্যদিয়ে শ্রেণি কক্ষে পাঠদানের জন্য প্রবেশ করানো হয়।
দীর্ঘ প্রায় ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি মনোযোগ হারিয়ে ফেলতে বসেছে।
এমতবস্থায় বাংলাদেশ  সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সর্বদিক বিবেচনা করে শিক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন।  গত ৫ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকার ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কালিহাতী উপজেলার মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের চকলেট উপহার দেওয়ার মধ্যদিয়ে বরণ করে নেন শিক্ষক মন্ডলী।  এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বাংড়া ইউপি চেয়ারম্যান মোঃ হাসমত আলী নেতা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ছরোয়ার আলম, প্রধান শিক্ষক আব্দুল বাছেদ সিদ্দিকী সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।  পরিশেষে সকলের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক  আঃ বাছেদ।
error: Content is protected !!