মোঃআবদুল মুনাফ পিন্টু : ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গত বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের বিদায় ও নবাগত চিকিৎকদের বরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। অনুষ্ঠানে উদ্বোধন করেন ফেনী জেলা বিএমএ সভাপতি প্রফেসর ডা. সাহেদুল ইসলাম কাওসার।
বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সহকারি কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, ডা. খালেদ মাহমুদ, স্বাস্থ্য পরিদর্শক লালমোহন ভৌমিক, প্রধান সহকারি কার্তিক চন্দ্র পাল, পরিসংখ্যানবিদ মোশারফ হোসেন, নার্সিং সুপার ভাইজার আশা লতা দত্ত, নবাগত মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসিফউদ্দৌলা। এছাড়া ৩৯ তম বিসিএস এর পদায়কৃত দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত ডা. হাসিনা আক্তার, ডা. ফিরোজা আক্তার, ডা. সাবরিনা ইসলাম চৌধুরি, ডা. উম্মে সালমা, ডা. আসিফ উদ্দৌলা, ডা. মো. জুলফিকার হাসান, ডা. কবির হোসেন ও ডা. শিহাব উদ্দিন মাহমুদ কে বরণ করে নেন অতিথিবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আরও পড়ুন
ব্যবস্থা না নেয়ায় শংকায় গ্রামবাসী বগুড়ার শেরপুর দেহ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে অভিযোগ
ভালুকায় অবৈধ সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ