মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু ক্যাম্প ও অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জামালপুর উচ্চ বিদ্যালয়ে আন্ধেরী হিল্ফে জার্মানী ও স্থানীয় জনসাধারণের আয়োজনে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন চক্ষু শিবির কমিটির সভাপতি তাজউদ্দীন আহাম্মদ চৌধূরী (তাজু)।
এ সময় উস্থিত ছিলেন জামালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি চিকিৎসক মিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক ফারুক হোসেন, চক্ষু শিবির কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক, মনজুর আলম চৌধূরী, ব্যবসায়ী আল মামুন খান, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান প্রমূখ। চক্ষু শিবিরে ৫শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা, ঔষধ ও শতাধিক রোগীর ফ্রিতে অপারেশন জন্য বাছাইকরা। আগামী ২১ ডিসেম্বর দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল বাছাই কৃত রোগীদের অপারেশন সম্পন্ন হবে।
উল্লেখ্য দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দীর্ঘ ১০ বছর থেকে জামালপুর উচ্চ বিদ্যালয়ে আন্ধেরী হিল্ফে জার্মানী ও স্থানীয় জনসাধারণের আয়োজনে চক্ষু শিবির করে আসছে। প্রতি বছর ৫ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা ও শতাধিক রোগীর অপারেশন ফ্রিতে করা হয়ে থাকে।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত