এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার ধুনটে দাহ্য জাতীয় পদার্থ ধ্বংস করেছে র্যাব-০৫ রাজশাহী এর বোম্ব ডিসপোজল ইউনিটের ৫ সদস্যের একটি দল। ডি.এডি শ্রী বিশ্বনাথ রায়ের নেতৃত্বে বুধবার দুপুরে ধুনট থানা চত্বরে ৫টি স্পিড এর বোতলে থাকা দাহ্য জাতীয় পদার্থ পেট্রোল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, গত ২০১৮ সালের ফেব্রæয়ারী মাসের ৬ তারিখে ধুনট থানায় একটি রাজনৈতিক মামলা দায়ের হয়। মামলা নং-০৪। সেই মামলার জব্দকৃত আলামত দাহ্য জাতীয় পদার্থ ৫টি স্পিডের বোতলে থাকা পেট্রোল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট থানার এসআই আল ইমরান, নুরুজ্জামান সরদার, প্রদীপ কুমার বর্মন, মন্তাজ আলী, পিএসআই খোকন চন্দ্র ভৌমিক, শামীম হোসেন প্রমুখ।
আরও পড়ুন
লালমনিরহাটে চাঁদাবাজির মামলায় গ্রেফতার ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন
ইবির অধীনে ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ
হাওড় এলাকায় সেতু-কালভার্ট করার নির্দেশনা প্রধানমন্ত্রীর