আলফাডাঙ্গা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৮তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।সোমবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম।এরপর সকাল সাড়ে ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, উপজেলা প্রশাসন,আলফাডাঙ্গা পৌরসভা,উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,আলফাডাঙ্গা প্রেসক্লাব,উপজেলা বিএনপি,এনজিওসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।দিবসটিতে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান,উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান ও থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ,আনসার ও ভিডিপি,কাব স্কাউট,বয় স্কাউট,গার্লস গাইড,রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শনীতে অংশ নেয়।ডিসপ্লে শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাদ যোহর জাতির শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে দিনটি যথাযথভাবে পালন করার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক