এম আর ওয়াসিম,ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ভৈরবে আইডিয়াল কলেজের ঊদ্যোগে র্যালি , আলোচনাসভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে আজ সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে কলেজ মিলনায়তনে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের দাতা সদস্য ও পৌর যুবলীগ সভাপতি অরুন আল আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ফরিদ সিকদার, ইব্রাহিম মিয়া ও সাখাওয়াত হোসেন ও শ্রী-নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আরিফুল ইসলাম মামুন,কলেজের ভারপ্রাপ্ক অধ্যক্ষ আবদুর রহমান আজাদ,প্রভাষক আফতাবুল আলম,সালমা বেগম, আব্দুর রহমান, কেয়া মাহমুদ ও রানী দাস প্রমূখ । অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন ইংরেজী প্রভাষক শফিকুল ইসলাম । আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষাথর্ীদের মাঝে পুরসকার বিতরন করেন । পরে এক মনোজ্ঞ সাংসকৃতিক অনুষ্ঠনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
আরও পড়ুন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ
২ জুলাই থেকে ইবির ছুটি শুরু, ৩০ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ
বগুড়ার গাবতলীতে দুই গ্রুপে মারপিট ও বাড়ি ঘর ভাঙচুর মহিলাসহ আহত- ১৬