বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য পর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যদ্বয়ের সাথে সাথে বদলগাছী স্মৃতিসৌধ প্রাঙ্গনে ৩১ বার তপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর স্মৃতিসৌধে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, বিএনপিসহ বিভিন্ন সরকারী, বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন শেষে সকল সরকারী/আধা সরকারী/ স্বায়ত্তশাসিত/ ব্যক্তি মালিকানাধীন ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় শেখ রাশেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সাংসদ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কচিকাচা শিক্ষার্থীদের শারীরিক কসরত, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবু তাহির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন, দেওয়ান আব্দুর রহিম (বাবলু), আওয়ামীলীগ নেতা ছকিনা সিদ্দিক প্রমূখ। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত¡রে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত