নাজনীন সাবলিনা সিথি:
“আবার এলো বছর ঘুরে বিজয়ের মাস
মনে পড়ে রক্ত ঝড়া সেই ইতিহাস”
‘৩০ লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা!
আজও আমার মনে পড়ে সেই ইতিহাসের কথা’
১৯৫২ সালের ভাষার জন্য কত ভাইরা দিল প্রাণ
তারপরও হয়নি পাকিস্থানি সেনাদের অবসান,
৭ই মার্চ ১৯৭১ সালে ভাষণ দিল এক কবি
‘সেদিন থেকে মনে আকঁলো’ বিজয়ের ছবি
‘তারপর শুধু শুরু হলো বিজয়ের
যুদ্ধ!!
কতমানুষ শহীদ হলো
অগনীত!
‘সাহসীরা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনলো’
১৬ই ডিসেম্বর
বাংলার আকাশে বিজয়ের পতাকা
“উড়ালো”
আরও পড়ুন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ
২ জুলাই থেকে ইবির ছুটি শুরু, ৩০ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ
বগুড়ার গাবতলীতে দুই গ্রুপে মারপিট ও বাড়ি ঘর ভাঙচুর মহিলাসহ আহত- ১৬