এম আর ওয়াসিম,ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার ভৈরব দূর্জয় মোড় এলাকা থেকে ২৪ কেজি গাঁজা ও একটি হায়েচ মাক্রোবাসসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। এসময় তার সাথে থাকা মাদক বিক্রির ১৮৪০ নগদ টাকাও জব্দকরা হয়। র্যাব সূত্রে জানা যায় যে, যুব সমাজকে রক্ষায় র্যাব নিরলস কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে হায়েচ মাইক্রোবাসে করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং জানা যায় যে, একজন মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়া থানা এলাকা হতে ঢাকা মেট্রো-চ-১৩-০২৪১ সাদা রংয়ের হায়েচ মাইক্রোবাসে করে গাঁজার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসিতেছে।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল ১৫ ডিসেম্বর ইং তারিখ সাড়ে ৬ ঘটিকার হইতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। তল্লাশী কালে সন্ধ্যা আনুমানিক ৮ ঘটিকার সময় পূর্বে সংবাদের ভিত্তিতে হায়েচ মাইক্রোবাসটি তল্লাশী চৌকির নিকট আসলে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে চলে আসে। উক্ত হায়েচ মাইক্রোবাসটি পিছু ধাওয়া করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয়মোড় এলাকা হতে মোঃ নাছির ভঁূইয়া (৫০), পিতা-অহিদ ভূঁইয়া, সাং-মালদার পাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’সহ হায়েচ মাইক্রবাসটি আটক করা হয়।
আরও পড়ুন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ
২ জুলাই থেকে ইবির ছুটি শুরু, ৩০ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ
বগুড়ার গাবতলীতে দুই গ্রুপে মারপিট ও বাড়ি ঘর ভাঙচুর মহিলাসহ আহত- ১৬