লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় বন্যহাতির অব্যাহত তাণ্ডবে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সন্ধ্যা নামলে চাপা আতঙ্ক বিরাজ করে সাধারণ মানুষের মাঝে। প্রতিদিন রাতে কোন না কোন জায়গায় হানা দেয় হাতিরপাল। রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১টায় উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় এলাকায় তান্ডব চালায়। এই সময় তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার দিনমজুর আবু বক্কর, মোঃ মহসিন ও আহমদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টা থেকে বন্যহাতি তান্ডব চালিয়ে ৩ বসতঘর ভাংচুর ও আসবাবপত্র, গাছ-পালাসহ সবকিছু তছনছ করে ফেলে। এছাড়া কৃষক আবু বক্করের ঘরে রক্ষিত ২৫ মণ ধান নষ্ট ও খেয়ে পেলে বন্যহাতির দল। হাতির দল ভোররাতে বনাঞ্চলে চলে গেলেও আতংকের মধ্যে রয়েছে এলাকাবাসী। বন্যহাতির তান্ডবে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্তরা। বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্তরা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত