বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ, দক্ষিণ জোনের উদ্যোগে রোববার (১৫ ডিসেম্বর ) সকাল ৯ টায় স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে । বিসিজি স্টেশন নিদ্রা সকিনা কার্যলয়ে সুবিধা বঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষের হাতে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, স্টেশন কমান্ডার মোঃ আসাদ,৭ নং সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজি, ইউপি সদস্য মোঃ টুকু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কবির আকন প্রমুখ।
এ সময় নিদ্রা সকিনা স্টেশন কমান্ডার মোঃ আসাদ বলেন, কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ তাদের কার্যক্রম ২০০২ সাল থেকে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে শীত বস্র বিতরণ তারই একটি প্রয়াস।গরীব ও দুস্থদের সহায়তায় কোস্টগার্ড বাহিনী পরিবার কল্যাণ সংঘ ভবিষাতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক