গোলাম রাব্বানী দুলাল, আদমদিঘী উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফাত আহম্মেদের নিজ ব্যবস্যা প্রতিষ্ঠান থেকে ঝুলন্ত লাশ স্থানীরা দেখতে পায়। তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারনে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
জানা যায়, সান্তাহার পৌর শহরের যোগীপুকুর এলাকার ফারুক হোসেনের ছেলে ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফাত আহম্মেদ সান্তাহার ঘোড়াঘাট নামক স্থানে ময়নুল হোসেনের বাড়ি ভাড়া নিয়ে আউট সোসিং এর ব্যবসা কার্যক্রম চালিয়ে আসছিল এবং প্রতি রাতে সেখানে রাত্রী যাপন করেন। রাতে কোন এক সময় কেবলের তার দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলো। রবিবার সকালে কর্মচারীরা ব্যবসা প্রতিষ্ঠানে এসে ইফাতের ঝুলন্ত দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।এ ব্যাপারে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানায়, পরিবারের কোন অভিযোগ না থাকায় ইফাতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে আদমদীঘি থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন
ইবির অধীনে ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ
হাওড় এলাকায় সেতু-কালভার্ট করার নির্দেশনা প্রধানমন্ত্রীর
বোরহানউদ্দনে নির্যাতনের শিকার সেই তানিশার পড়াশোনার দায়িত্ব নিলেন “জীবন মাহমুদ”