আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাস্ট্যান্ডের সিয়াম ফার্মেসী নামক এক ঔষুধের দোকানে মঙ্গলবার ভোর রাতে মূল্যবান ঔষুধ ফ্রিজ সহ ৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে । সেনুয়া বাস্ট্যান্ডের দোকান প্রহরী (পাহাদার) সিরাজউদ্দীন ওরফে ফাকাসু কে অঙ্গাত চোরেরা চেতনা নাশক ঔষধ ছিটিয়ে এ চুরির ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের দাবী।
দোকান প্রহরী সিরাজউদ্দীন ওরফে ফাকাসু বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্থ্যাস্থকপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন উপজেলার ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক। এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রদীব কুমার রায় বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন এখনো অভিযোগ দেয়নি অভিযোগ দিলে আমরা প্রয়োজনিয় ব্যবস্থ্যা গ্রহণ করবো।
আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩