চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): চোখ বাচান, চোখের যত্ন নিন এই শ্লোগান কে সামনে রেখে “মানব সেবা সংঘ” সিংবাহুড়া এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনা মূল্যে চক্ষু শিবিরের কার্যক্রম। আজ ১১ই ডিসেম্বর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের শাহি ঈদগাহ মাদ্রাসায় প্রায় ২৫০ জন চক্ষু রোগিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।
তাদের মধ্যে ছানি পড়া রোগিদের সনাক্ত করে আগামী কাল বিকেলে লক্ষীপুর চক্ষু হাসপাতালে অপারেশন ব্যবস্থা করা হবে। এর আগে গত বছর বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়ে ছানি পড়া রোগিদের অপারেশন করা হয়েছে। আজকের চক্ষু শিবিরের কার্যক্রম অনুষ্ঠানের উদ্ভোধন করেন ৮ নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ। আরও উপস্থিত ছিলেন সমাজসেবক হাবিব উল্যাহ মাস্টার, আব্দুল ওহাব ও সংগঠনের সভাপতি মনির হোাসেন সোহেল ও অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক