নীলফামারী সংবাদদাতাঃ ইউনিসেফের সহযোগীতার এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্প(ECMAE) আর.ডি.আর.এস বাংলাদেশ কর্তৃক আয়োজিত সোমবার ৯ ডিসেম্বর বিকালে ৩:০০ ঘটিকায় এক র্যালী ও আলোচনা সভার আয়োজন কর হয়।উক্ত আলোচনা সভা কিাশোর কিশোরী ক্লাবের (সিপি লিডার) তমু আক্তার ও মো: শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে নীলকমল রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মো: এস আর লায়ন, বিশেষ অতিথি হিসাবে সুখী বেগম, প্রকল্পের ইউনিয়ন ফেসিলিটেটর ঠাকুর প্রসাদ রায় প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে “কিশোর -কিশোরী ক্লাব” থেকে বেগম রোকেয়া জীবনী পাঠ করেন বৃস্টি, পরিতোষ ,শারমীম, স্মৃতি।বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং পুরুস্কার বিতরনে এলাকার সুশীল সমাজ অভিবাহক সহ অত্র ইউনিয়নের ৫ টি কিশোর কিশোরী ক্লাবের ৩৫০ সদস্য উপস্থিত ছিলেন।প্রকল্পের ইউনিয়ন ফেসিলিটেটর ঠাকুর প্রসাদ রায় বক্তব্যে বলেন, বর্তমান সমাজ সংস্কারের জন্য আর.ডি.আর.এস যে কর্মসূচি পালন করে যাচ্ছে সেটা বাস্তবায়ন করা ও সোনার বাংলা গড়ার লক্ষেই কাজ করে যাচ্ছে আমাদের সংস্থা।
আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩